কক্সবাজারের উখিয়া থাইংখালী শরণার্থী শিবিরে হাফেজ সৈয়দ হোসেন (২৪) নামে এক রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।
নিহত হাফেজ সৈয়দ হোসেন ১৯ নম্বর তানজিমারখোলা ক্যাম্পের বাসিন্দা।
তাজনিমারখোলা ক্যাম্পের বাসিন্দা সাইফুল ইসলাম জানান, মুখোশধারী দল ক্যাম্পে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এ সময় তারা ফাঁকা গুলি বর্ষণ করে। হামলাকারীরা কথিত ‘আরসা’র সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি বলেন, হাফেজ সৈয়দ হোসেন সব সময় আরসার অপরাধমূলক কর্মকাণ্ডের বিপক্ষে স্বোচ্ছার ছিলেন।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ‘হত্যাকাণ্ডের কারণ খুঁজা হচ্ছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।’
লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্পে হামলা চালিয়ে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করে অজ্ঞাত হামলাকারীরা।
নিহত মৌলভী ইউনুস ও আনোয়ার যথাক্রমে উখিয়ার ১৩ নম্বর ক্যাম্পের প্রধান মাঝি ও উপপ্রধান মাঝি (কমিউনিটি লিডার) হিসেবে দায়িত্বে ছিলেন।
সর্বশেষ হত্যাসহ গত চার মাসে ক্যাম্পের ভেতরে ১৪ জনকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে আটজন স্বেচ্ছাসেবী সম্প্রদায়ের নেতৃত্বের ভূমিকা যেমন ‘মাঝি’ এবং হেড মাঝি হিসাবে কাজ করছিল।