শনিবার, ০৭:০২ পূর্বাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

রাজারবাগের পুকুরে ভেসে উঠল পুলিশ সদস্যের মরদেহ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ২০ বার পঠিত

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের পুকুরে গোসল করতে নেমে মারা গেছেন কনস্টেবল মো. মমিনুল ইসলাম। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে রাজারবাগ পুলিশ লাইনসের সিরুমীয়া মাঠের পাশের পুকুরে তার মরদেহ ভেসে ওঠে।

আজ বৃহস্পতিবার ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ পেয়েছে। এতে দেখা যায়, টি-শার্ট পরে প্যান্টের পকেটে হাত দিয়ে পুকুর পাড়ে হেঁটে যান এক যুবক। তিনি পুলিশ সদস্য মমিনুল ইসলাম বলে জানা গেছে। ঘাটে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় পাশের সড়ক দিয়ে দুজন এসে ঘাটের কাছে দাঁড়িয়ে কথা বলেন। সেখানে মমিনুলের সঙ্গেও কথা বলেন তারা। এরপর পুকুরে লাফ দিয়ে সাঁতার কাটতে শুরু করেন মমিনুল। তখন দুজন সড়ক দিয়ে সামনে এগিয়ে যান। কিছুক্ষণ তাকে সাঁতার কাটতে দেখা যায়। একটু পর পানিতে তলিয়ে যান মমিনুল।

এ সময় আরেকজনকে পুকুরের পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলতে দেখা যায়। কিছুক্ষণ পর আরেক যুবক পুকুরে নামেন গোসল করতে। সাঁতরে কিছু দূর গেলেই মমিনুলের মরদেহ ভেসে উঠতে দেখেন তিনি। পরে চিৎকার করে অন্যদের ডাক দিলে সবাই সেখানে জড়ো হতে দেখা যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. সেন্টু মিয়া আমাদের সময়কে বলেন, ওই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কীভাবে মমিনুলের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

জানা গেছে, মমিনুল ইসলামের বাড়ি নওগাঁয়। ২০১৫ সালের ১২ নভেম্বর পুলিশে যোগদান করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com