কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুয়া খেলার সরন্জামাদিসহ ১২ জুয়ারুকে আটক করেছে পুলিশ।শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারি গ্রামের মজিবর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে নগদ টাকা সহ তাদেরকে আটক করা হয়।বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম।
পুলিশ জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানার এসআই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারি গ্রামের মৃত তারাব আলীর ছেলে মজিবর রহমানের বাড়িতে অভিযান চালায়।
এসময় জুয়া খেলা অবস্হায় বাড়ির মালিক মজিবরসহ একই ইউনিয়নের মৃত আব্দুল বারেকের ছেলে মোঃ রুবেল (৩৫), মৃত হাছেন আলীর ছেলে মোঃ আমিনুল ইসলাম (৩৫) নওশাদ আলীর ছেলে মোঃ আফজাল হোসেন (৩২) জামাল উদ্দিনের ছেলে মোঃ হাফিজুর রহমান (৪০) মূত ইছাহক আলীর ছেলে মোঃ সাগর (৩৫) আব্দুল মালেকে ছেলে মোঃ আলাল মিয়া (৩০) শওকত আলীর ছেলে মোঃ নুরুন্নবী (৩০) আব্দুল আজিজের ছেলে মোঃ আয়নাল হক (৪০) আবুল হোসেনের ছেলে মোঃ বেল্লাল হোসেন (২৫) মৃত রোস্ত আলীর ছেলে মোঃ তরিকুল ইসলাম (৫০) ও সোনামিয়ার ছেলে মোঃ আলম (৪০) কে আটক করে পুলিশ।পরে তাদের নিকট থেকে নগদ ১৪ হাজার ৩০০ টাকা, ০৩ (তিন) বান্ডিল তাস ও জুয়ার খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।পরে তাদের বিরুদ্ধে রবিবার (৭ মে) সকালে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারা অনুযায়ী একটি মামলা রুজু করা হয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নজরুল ইসলাম বলেন আটক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জুয়া ও মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে সাধারণ জনগনের সহযোগীতা ও সমর্থন কামনা করেন তিনি।
###
০৭.০৫.২৩