গৌরনদী(বরিচাল)প্রতিনওধি:- গৌরনদীতে ইজিবাইক ছিনতাইকারীর মুল হোতা নাহিদকে ইজিবাইক সহ আটক করে গৌরনদী থানায় প্রেরন করেছেন বাবুবাবুগঞ্জের আগরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ।
নাহিদ বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের নুতন চর ভুতেরদিয়া গ্রামের কালাম হাওলাদারের পুত্র। তিনি ( নাহিদ) ২০২৪ ইং সালের এপ্রিল মাসে নুতনচর কেবিজে এসই এস ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরী হিসাবে যোগদান করেন বলে জানিয়েছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনায়েত করিম।
এ ছারাও একাধিক সুত্র জানায় দীর্ঘদিন যাবত নৈশ প্রহরি নাহিদ ইজিবাইক ছিনতাই সহ নানা ধরনের অপরাধ করে পার পেয়ে গেলেও ১৪ ই এপ্রিল মঙ্গলবার ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় জনতার হাতে আটক হয় তিনি (নাহিদ)।
চোরাইকৃত ইজিবাইকের মালিক একই গ্রামের রব হাওলাদারের পুত্র সহিদ হাওলাদার জানায় গতকাল মঙ্গলবার সন্ধ্যয় একই গ্রামের নৈশ প্রহরী নাহিদ, ছিদ্দিক বেপারির পুত্র সুমন বেপারি, এবং তোফায়েল আকনের পুত্র নেছার আকন গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের শাহিপার্কে ঘুরতে যাওয়ার কথা বলে আমার (সহিদ) ইজি বাইক ভারা নিয়ে শাহিপার্কে ঘুরতে যায়। এবং আমাকে নিয়ে উল্লেখিত চোর চক্রের সদস্যরা চটপটি খেতে গিয়ে আমার অগোচরে নাহিদের সাথে জড়িত অন্যান্য চোরদের ফোন করে ইজিবাইকটি সরিয়ে ফেলে।
এ বিষয় নাহিদকে চোর সাব্যস্হ করে চাপ প্রয়োগ করা হলে ইজিবাইকটি অন্যান্য লোক দিয়ে অন্যত্র সরিয়ে ফেলার কথা স্বীকার করেন স্কুল নৈশ প্রহরি নাহিদ। বহু খোঁজা খুজির পরে গতকাল রাতেই ইজিবাইকটি ৫০ হাজার টাকা নৈশ প্রহরী নাহিদকে দিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এ বিষয় আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সঞ্জীত চন্দ্র শীল জানায় ছিনতাইকারী নাহিদকে ইজিবাইক সহ আটক করে গৌরনদী থানায় প্রেরন করা হয়েছে। অপরদিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনায়েত করিম ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় তাকে (নাহিদ) জনতা আটক করেছেন বলে সত্ততা স্বীকার করে বলেন, এ বিষয় উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে প্রয়োজনিয় ব্যাবস্হা নেয়ে হবে।