মঙ্গলবার, ০৩:০২ পূর্বাহ্ন, ১৪ জানুয়ারী ২০২৫, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

হুমায়ূন আহমেদের গল্পে মিঠুন চক্রবর্তী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৬ বার পঠিত

প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে একটি সিনেমা। এতে কাজ করবেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা মিঠুন চক্রবর্তী। এমন খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

সিনেমাটি নির্মাণ করবেন কলকাতার নির্মাতা মানসমুকুল পাল। এতে মিঠুনের বিপরীতে কাজ করবেন বাংলাদেশের অভিনেত্রী আফসানা মিমি। তবে সিনেমাটি হুমায়ূন আহমেদের কোন গল্প নিয়ে নির্মিত হবে, বা সিনেমার নাম কী হবে সে বিষয়ে কোনো তথ্য গণমাধ্যমকে দেননি নির্মাতা।

জানা গেছে, চিত্রনাট্য লেখার কাজ শুরু করার আগেই নির্মাতা আসবেন বাংলাদেশ ভ্রমণে। তিনি নিজে হুমায়ূন আহমেদের উপন্যাসে উল্লেখিত জায়গাগুলো ঘুরে দেখবেন। তারপরই চিত্রনাট্য লেখার কাজ শুরু করবেন।

এ প্রসঙ্গে নির্মাতা মানসমুকুল বলেন, ‘হুমায়ূন আহমেদের যে উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য লেখা শুরু করছি, তাতে বাংলাদেশের একাধিক জায়গা উল্লেখ রয়েছে। তাই ওখানকার ঢাকা, কিশোরগঞ্জসহ অন্যান্য জায়গায় যাওয়ার কথা আছে। সে জায়গাগুলো নিজে গিয়ে দেখলে সেই উপলব্ধি আমার থাকবে, আর তাতে চিত্রনাট্য লেখার কাজও সহজ হবে।’

তিনি আরও জানান, সিনেমার অনেকটা শুটিং বাংলাদেশে হবে। কিন্তু এখনই সিনেমাটির শুটিং শুরু হচ্ছে না। এ নির্মাতার হাতে বর্তমানে আরও তিনটি সিনেমার কাজ রয়েছে। সেগুলো শেষ করে তবেই তিনি নতুন সিনেমার কাজে হাত দেবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com