বুধবার, ০৩:৩৫ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

হাসান আবিদুর রেজা জুয়েল আর নেই

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৩৬ বার পঠিত

না ফেরার দেশে পাড়ি জমালেন সংগীতশিল্পী, নির্মাতা ও সঞ্চালক হাসান আবিদুর রেজা জুয়েল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩০ জুলাই) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

২০১১ সালে জুয়েলের লিভার ক্যানসার ধরা পড়ে। এরপর ফুসফুস এবং হাড়েও সেটি ক্রমশ সংক্রমিত হয়। গত ২৩ জুলাই রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখান থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন এই সংগীতশিল্পী।

৯০-এর দশকে ব্যান্ড সংগীত যখন তুমুল আলোচনায়, ঠিক তখনি ব্যতিক্রমী একটি কণ্ঠ নিয়ে হাজির হন শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। আইয়ুব বাচ্চুর সুরে প্রথম অ্যালবাম ‘কুয়াশা প্রহর’ প্রকাশ হয় ১৯৯৩ সালে। প্রথম অ্যালবামেই নিজের জাত চিনিয়েছেন তিনি।

এরপর একে একে প্রকাশিত হয় ‘এক বিকেলে’, ‘আমার আছে অন্ধকার’, ‘একটা মানুষ’, ‘দেখা হবে না’, ‘বেশি কিছু নয়’, ‘বেদনা শুধুই বেদনা’, ‘ফিরতি পথে’, ‘দরজা খোলা বাড়ি’ এবং ‘এমন কেন হলো’। এ ছাড়াও বেশ কিছু সিঙ্গেল ও মিশ্র অ্যালবামে গেয়েছেন জুয়েল। সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ‘এক বিকেলে’ অ্যালবামটি। এটি প্রকাশের পর তার নামই হয়ে যায় ‘এক বিকেলের জুয়েল’।

সংগীতশিল্পী হিসেবে তিনি এখনও সর্বাধিক পরিচিত হলেও তার আরও একটি বড় পরিচয় টেলিভিশন অনুষ্ঠান ও তথ্যচিত্র নির্মাতা হিসেবে। পাশাপাশি সঞ্চালনাও করেছেন। তিনি ভালো একজন সংগঠকও। ২০২১ সালে গঠিত সংগীতের তিন সংগঠন নিয়ে ‘সংগীত ঐক্য’ বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।

আমাদের বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী জুয়েল দীর্ঘ বছর ক্যান্সারে আক্রান্ত ছিলো ,  প্রিয়জন-স্বজন,গুণী সংগীত শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে আছে। সবাই তাঁর  সুস্থতার জন্য দোয়া করবেন । এমন একটি মেডিনের জন্য ৯/১০ মাস পূর্বে ৩/৪ বার আমাকে ফোন দেয় এই মেডিশিন বিশ্বের চার টি দেশের পাওয়া যায় তার মধ্যে হংকং একটি এক ডোজ এক লক্ষ টাকার চেয়েও অধিক মূল্য এবং এই মেডিসিন একটি  মেডিসিন প্রতিষ্ঠানেই পাওয়া যায় হংকং আমি যোগাযোগ করে পেয়েছিলাম , কিন্তু রুগী ব্যতীত অন্য কেহই এই মেডিসিন বহন না আনা নেয়া করতে পারবে না ।

জুয়েল খুব নিকটের প্রিয় ছোট ভাই জুয়েল ৮০ দশকের এক সাথে গৌরনদী সঙ্গীত বিদ্যালয় ( বর্তমান ”শিশু একাডেমি ” ) প্রয়াণ-প্রয়াত ওস্তাদ মানিক লাল সাহার সাথে  Zahid Kamal  / Lion Didar Shardar  আমার হাতে গিটার ,গোবিন্দ দা  বাঁশিতে  অনেক বড় চুল । প্রিয় অনুজ এই শিল্পী আত্মার শান্তি ও জান্নাত কামনা করছি – আমীন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com