পাকিস্তানে পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার খাইবার পাখতুনখোয়া প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও দুই যাত্রী আহত হয়েছেন।
আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আজ বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
পুলিশের বরাত দিয়ে আরও জানানো হয়েছে, খাইবার পাখতুনখোয়ার সোয়াত উপত্যকায় গাবিন জব্বারের কাছে অবস্থিত লালকো উপত্যকায় বাসটি গভীর খাদে পড়ে যায়।
হতাহতদের উদ্ধারকাজে নিয়োজিত বাহিনী বলছে, মারা যাওয়া ১১ জনই সোয়াত উপত্যকার মাট্টা তহসিলের বাসিন্দা। ভ্রমণ শেষে বাড়ি ফিরছিলেন তারা।
ভয়াবহ এ দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মেহমুদ খান।