বুধবার, ০২:৪৭ অপরাহ্ন, ১৫ জানুয়ারী ২০২৫, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

নারায়ণগঞ্জ সিটিতে বিপুল ব্যবধানে জয়ী আইভী

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২
  • ১৩১ বার পঠিত

বেসরকারি ফল গণনায় নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর জয়ের মধ্য দিয়ে শেষ হল বহুল আলোচিত নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। ১৯২টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয় রাত আটটায়। বেসরকারি ফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের চেয়ে প্রায় দ্বিগুণ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন আইভী।

রোববার বিকাল চারটায় শেষ হয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। এর পরপরই শুরু হয় গণনা। এবারে সিটির সব কেন্দ্রে ইভিএম এ ভোট হওয়ায় খুব দ্রুতই একে এক আসতে থাকে প্রতিটি কেন্দ্রের ফল। গণনার মাঝ পথেই প্রাপ্ত ফলে আভাস পাওয়া যায় অনেকটাই এগিয়ে নৌকার প্রার্থী আইভী।

এরপর টানা চার ঘণ্টা গণনা শেষে বেসরকারিভাবে ১৯২ টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়। সেই ফল অনুযায়ী ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট পেয়েছেন আইভী। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম পেয়েছেন ৯২ হাজার ১৭১ভোট।

এদিকে ভোটের দিন সকাল ১১টায় আলী আহমদ চুনকা প্রতিষ্ঠিত স্কুল শিশুবাগ বিদ্যালয়, দেওভোগ কেন্দ্রে নিজের ভোট দিয়েছেন সেলিনা হায়াৎ আইভী। এ সময় সুষ্ঠু ভোট হলে বিপুল ভোটে জয়ের আশা প্রকাশ করেন তিনি।

এ সময় আইভী বলেন, “আমি আশা করি বিপুল ভোট পাবো। কারণ নারায়ণগঞ্জের মানুষ চায় নৌকার জয় হোক। আমি জানি নারায়ণগঞ্জের মানুষ আমাকেই বেছে নিয়েছে, নিজেরা নির্ধারণ করে ফেলেছে কাকে ভোট দেবে। ইনশাআল্লাহ নৌকার জয় হবেই হবে, আইভীর জয় হবেই হবে। গণজোয়ারের জয় হবেই হবে।“

এ সময় ইভিএম মেশিনের ত্রুটির কারণে কিছু কেন্দ্রে ভোট গ্রহণে ধীর গতির অভিযোগও করেন আইভী।

এর আগে সকাল সোয়া আটটায় নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় ভোট দেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। তিনিও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ জানান। পাশাপাশি শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে থাকার প্রতিশ্রুতি দেন।

এ সময় ভোটের ফল যাই হোক না কেন, মেনে বেন বলেও জানান তৈমূর।

এদিকে দিনভর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার জানিয়েছেন, ভোট গ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হয়েছে। ভোটার উপস্থিতিও তুলনামুলক ভালো হয়েছে।

এবারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com