পবিত্র এই মাহে রমজানে আপনার জাকাত, ফেতরা ও দানের টাকা ‘ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ’ এর মাধ্যমে পথশিশু ও স্বল্পআয়ের হতদরিদ্রদের মাঝে দান করার জন্য করজোড়ে আবেদন জানাচ্ছে সংগঠনটি।
২০১৬ সাল থেকে গত ৬ বছরে Friends of Humanity Bangladesh-FHBD সংগঠনটি সরাসরি দেশের ৯,৮৭৬ জন সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে খাদ্য, বস্ত্র এবং ঈদের উপহার সামগ্রী প্রদান করে যাচ্ছে ।
মানবসেবা এবং সামাজিক অবদানে সংগঠনটি পেয়েছে ‘ইয়ুথ এ্যাওয়ার্ড ২০১৮’। সংগঠনটি গত ৭ বছর ধরে সমাজ সেবা, সামাজিক উন্নয়ন সহ বিভিন্ন ক্যাটেগরিতে প্রায় ২৩৮ জন বরেণ্য মানুষকে দিয়েছে ‘ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ এ্যাওয়ার্ড’।
সংগঠনের ৩টি কার্যক্রম এখনো চলমান রয়েছে।
আগামী ১৫ এবং ১৬ এপ্রিল ২০২৩ তারিখ থেকে সংগঠনটি অন্তত ৩০০ জন (কম, বেশি হতে পারে) সুবিধাবঞ্চিত মানুষ এবং পথশিশুদের মধ্যে ইফতার সামগ্রী, খাবার, বস্ত্র এবং ঈদ উপহার বিতরণ করতে চায়।
কত হাজার, লক্ষ টাকাইতো কত ভাবে খরচ করেন, আপনার জাকাতের হালাল অর্থ এই সংগঠনটি প্রত্যাশা করতেই পারে।
২০২২-২৩ সর্বসেরা ‘ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ এ্যাওয়ার্ড পেয়েছেন লায়ন দিদার সরদার , সময়ের কণ্ঠধ্বনি’র প্রকাশক ও সম্পাদক এবং সেবা ও মানবাধিকার সংগঠক কর্মী । অভিনন্দন জানান সংগঠনের মহৎ মানবিক কাজ সুবিধাবঞ্চিত পাশে থাকার জন্য এবং জনাব দিদার সরদার সর্বদা পাশে থাকবেন এই মহৎ কর্মসূচিতে ।
শ্রদ্ধা,
বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক, চেয়ারম্যান
জায়েদ হোসাইন লাকী, নির্বাহী পরিচালক