বার্সেলোনা স্প্যানিশ কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে ভ্যালেন্সিয়াকে পেয়েছে। তবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ শেষ আটে লড়বে দুর্বল লেগানেসের সঙ্গে। গতকাল কোয়ার্টার ফাইনালের ড্র মুখোমুখি করে দিয়েছে তাদের। যেখানে মাদ্রিদের আরেক ক্লাব আতলেতিকো মাদ্রিদের প্রতিপক্ষ গেতাফে।
শেষ আটের অন্য ম্যাচে রিয়াল সোসিয়েদাদ লড়বে ওসাসুনার সঙ্গে। টুর্নামেন্টে রেকর্ড ৩১ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা খেলতে যাবে ভ্যালেন্সিয়ার মাঠে। রিয়াল মাদ্রিদ পরীক্ষা দেবে লেগানেসের মাঠে। আগামী ৪ থেকে ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো। তবে সেমিফাইনাল রাউন্ড হবে দুই লেগের। শেষ আটে রিয়াল ও বার্সা দুই দল জয় পেলে সেমিফাইনালে এল ক্লাসিকোর সম্ভাবনা জাগবে। সেটি অবশ্য ড্রয়ে মিলে গেলে।
ইতোমধ্যে এই মৌসুমে দুই দলের দুবার দেখা হয়েছে। দুই ম্যাচে ৯ গোল হজম করেছে রিয়াল। লা লিগায় প্রথম লেগে রিয়াল হেরেছে ৪-০ গোলে। এরপর কিছু দিন আগে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সা জয় পায় ৫-২ গোলে। শেষবার প্রায় এক যুগ আগে কোপা ডেল রের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে ২-১ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল। সব মিলিয়ে ফাইনালে এল ক্লাসিকো হয়েছে ১৮ বার। সেখানে রিয়াল মাদ্রিদ জিতেছে ১১টি ম্যাচ। তাদের চিরশত্রু বার্সেলোনার জয় ৭টি। অবশ্য অন্য টুর্নামেন্টে ভালো ছন্দে থাকলেও স্প্যানিশ লা লিগায় নিজেদের হারিয়ে খুঁজছে কাতালান ক্লাবটি। পয়েন্ট তালিকার তিন নম্বরে নেমে গেছে বার্সা।