বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন চান, ততদিন তাকে ভারতে থাকতে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক কূটনীতিক ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার।
সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন।
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরির সাম্প্রতিক ঢাকা সফর বিষয়ে আনন্দ প্রকাশ করে এই কংগ্রেস নেতা বলেন, ‘আলোচনা অব্যাহত থাকা উচিত এবং নয়াদিল্লির সঙ্গে মন্ত্রী পর্যায়ের যোগাযোগ স্থাপন করা দরকার।’
শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাংলাদেশের দাবি সম্পর্কে তিনি বলেন, ‘আমি আশা করি শেখ হাসিনা আমাদের জন্য অনেক ভালো করেছেন, তাতে আমরা কখনোই দ্বিমত করব না। আমি খুশি যে তাকে আশ্রয় দেওয়া হয়েছে। আমি মনে করি যতক্ষণ তিনি চান আমাদের তার আয়োজক হওয়া উচিত, এমনকি যদি এটি তার সারা জীবনের জন্যও হয়।’
মণিশঙ্কর বলেন, ‘এটা সত্য যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা হচ্ছে, কিন্তু বেশির ভাগই তারা হাসিনার সমর্থক। এগুলো (হিন্দুদের উপর আক্রমণ সম্পর্কে রিপোর্ট) সত্য, কিন্তু অতিরঞ্জিত। কারণ অনেক ঘটনা রাজনৈতিকদ্বন্দ্ব ও মতপার্থক্যের জন্য ঘটছে।’