বিদ্যুৎ ঘাটতি কমাতে এলাকাভিত্তিক লোডশেডিং চলছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানীর বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ের আজ দ্বিতীয় দিন। এর আগে গতকাল মঙ্গলবার থেকে সারা দেশে প্রতিদিন সূচি ধরে অন্তত এক ঘণ্টা করে লোডশেডিং শুরু হয়েছে।
এদিকে, লোডশেডিংয়ের কারণে বিভিন্ন এলাকার মানুষজন অতিষ্ট। কিন্তু সেখানে এর উল্টো সুরে কথা বললেন চিত্রনায়ক নিরব। তিনি লোডশেডিংকে ধন্যবাদ দিলেন! কিন্তু কেন?
উত্তরে নিরব বলেন, ‘আমি যেখানে থাকি সেখানেও গতকাল থেকে লোডশেডিং শুরু হয়েছে। রাতে বাসায় ফিরে দেখি বিদ্যুৎ নেই। কিন্তু মজার বিষয় হচ্ছে; লোডশেডিং কথা দিয়ে কথা রেখেছে! ১ ঘণ্টার কাছাকাছি সময়ের মধ্যেই বিদ্যুৎ চলে এসেছে। আর এ কারণে মজা করেই ফেসবুকে কথাগুলো লিখেছি।’
উল্লেখ্য, একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন নিরব। সবশেষ তার অভিনীত ‘অমানুষ’ সিনেমাটি মুক্তি পেয়েছে গত মাসে। অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে আছেন রাফিয়াত রশিদ মিথিলা। আরও অভিনয় করেছেন- কাজী নওশাবা আহমেদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ অপু, ডন প্রমুখ।