চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কারণে ঢাকায় বিএনপির শনিবারের মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত করা হয়েছে। এই সমাবেশে বিএনপি চেয়ারপারসন প্রধান অতিথির হিসেবে যোগ দেওয়ার কথা ছিল।
আজ বৃহস্পতিবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ম্যাডাম পরশু রাত থেকে অসুস্থ হয়ে পড়েছেন। যে কারণেই চিকিৎসদের পরামর্শ অনুযায়ী শনিবার মুক্তিযোদ্ধা সমাবেশটি স্থগিত করা হয়েছে। মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎ ভাই আজ দুপুর ১টা ২৫ মিনিট আমাকে জানিয়েছেন ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশ আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ চূড়ান্ত হলে জানানো হবে।