উত্তর ক্যালিফোর্নিয়ার উপকূলে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটি বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ফার্নডেল শহরের কাছে এবং সান ফ্রান্সিসকো থেকে প্রায় ২৬০ মাইল (৪১৮ কিলোমিটার) উত্তরে আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ এ তথ্য দিয়েছে।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, উত্তর ক্যালিফোর্নিয়া এবং দক্ষিণ ওরেগনের উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। এই এলাকা প্রায় ৪.৭ মিলিয়ন মানুষের বাসস্থল। তবে কিছুক্ষণ পর সতর্কতা বাতিল করা হয়।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের পর মৃত্যুর খবর পাওয়া যায়নি এবং কোনো বড় ধরনের ক্ষতি বা অবকাঠামোগত ধ্বংস হয়নি। কিছু বাড়িতে সামান্য ক্ষতি এবং দোকান থেকে পণ্যপত্র মেঝেতে পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। হামবোল্ট কাউন্টিতে ১০ হাজার এরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।
ফার্নডেলের এক বাসিন্দা বিবিসিকে জানিয়েছেন, ভূমিকম্পের পরে যে ভবনে তিনি ছিলেন, তার ভেতরের অবস্থা দেখে মনে হচ্ছিল ‘প্রতিটি ঘরে যেন একটি বোমা বিস্ফোরিত হয়েছে।’
প্রত্যক্ষদর্শী আরেকজন জানান, ভূমিকম্পের সময় তিনি বাড়িতে দুপুরের খাবার খাচ্ছিলেন। তার কাছে আক্ষরিক অর্থে মনে হচ্ছিল যে- একটা বিশাল পানির ঢেউ এসেছে। ঘরের জানালাগুলো খটখট আওয়াজ করছিল, দেয়াল ভেঙে পড়ার মত অবস্থা, খাবার টেবিলের থালা-বাসন কেপে ওঠে। বেশ ভীতিকর পরিস্থিতি। এটা সত্যিই বড় কম্পন।