জেরুজালেমে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার কার্যালয়ে তল্লাশি চালিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। আল-জাজিরা ও ইসরায়েলি কর্তৃপক্ষ রয়টার্সকে তল্লাশির বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে ইসরায়েলের মন্ত্রিসভায় গাজা যুদ্ধ চলা অবস্থায় আল-জাজিরার স্থানীয় কার্যক্রম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়। কারণ আল-জাজিরাকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি দাবি করছে দেশটি।
তল্লাশির ঘটনার একটি ভিডিও ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, একটি কক্ষে সাদাপোশাকে ইসরায়েলি কর্মকর্তারা ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম ভেঙে ফেলছেন।
আল-জাজিরার সূত্র জানিয়েছে, পূর্ব জেরুজালেমে তাদের কার্যালয়ে এ ঘটনা ঘটেছে। ইসরায়েলের এ কর্মকাণ্ডকে তারা ‘অপরাধমূলক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছে।
টেলিভিশন চ্যানেলটি ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, এমন অভিযোগকে ‘বিপজ্জনক’ ও ‘হাস্যকর মিথ্যাচার’ বলা হয়েছে।
আল-জাজিরা বলছে, এমন অভিযোগ তাদের সাংবাদিকদের ঝুঁকিতে ফেলেছে। এ পরিস্থিতিতে আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার তাদের রয়েছে।