রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকাকে ফিরিয়ে দিয়েছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। শুক্রবার (২৯ ডিসেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র নুগ্রাহা গুমিলার জানিয়েছে, সম্প্রতি মিয়ানমার থেকে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে।
গুমিলার আরো বলেছেন, বুধবার (২৭ ডিসেম্বর) সুমাত্রার অদূরে ওয়েহ দ্বীপের কাছে কাঠের নৌকাটির দেখা মেলে। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর যুদ্ধজাহাজ নৌকাটির গতিরোধ করে সেটিকে দেশটির জলসীমা ছাড়তে বাধ্য করে, পরে ‘সেটি আর ফিরে আসেনি’।
তিনি আরো বলেন, ইন্দোনেশিয়ার জলসীমার বাইরে থাকা অবস্থায় নৌকাটিকে নজরদারিতে রাখা হয়। মনে করা হয় এটিতে মিয়ানমারের নির্যাতিত সংখ্যালঘুরা রয়েছেন।
নুগরা বলেন, নৌকায় কতজন রোহিঙ্গা ছিল তার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।
কয়েক মাস ধরেই অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে ইন্দোনেশিয়ায় পৌঁছতে শুরু করেছে মিয়ানমারের রোহিঙ্গারা। জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনসিএইচআর) তথ্য অনুযায়ী, নভেম্বর থেকে এ পর্যন্ত দেড় হাজারে বেশি রোহিঙ্গা নৌকাযোগে ইন্দোনেশিয়া গিয়ে হাজির হয়েছে।