বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে পল্টন থানার পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সেই সঙ্গে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানা গেছে।
তিনি জানান, পুলিশ হত্যা ও সহিংসতায় ইন্ধনদাতারা গ্রেপ্তার হচ্ছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।
এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর গুলশান ২ নাম্বারের একটি বাসা থেকে আমীর খসরুকে আটক করা হয়। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
গত ২৮ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশ করে বিএনপি। যা শুরুর কিছুক্ষণ পর দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন অর্ধশতাধিক পুলিশসহ বিএনপির অনেক নেতাকর্মী।
এ ঘটনায় গত রোববার বিএনপির নেতাদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মামলা করা হয়। মামলাটিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলটির অনেক সিনিয়র নেতাকে আসামি করা হয়।