গাজা উপত্যকার আল-আহলি হাসপাতালে ইসরায়েলের প্রাণঘাতী হামলায় ৫ শতাধিক নিহত হওয়ার ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে তুরস্ক। ১৮ অক্টোবর, বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান এই ঘোষণা দিয়েছেন।
এরদোয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে বলেছেন, ‘হাজার হাজার শহীদের প্রতি আমাদের শ্রদ্ধা জানানোর জন্য জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে। এদের বেশিরভাগই শিশু এবং নিরীহ বেসামরিক নাগরিক ছিল।’
তিনি আরও বলেছেন, ‘তুর্কি হিসাবে, আমরা আমাদের হৃদয়ে আমাদের ফিলিস্তিনি ভাই ও বোনদের কষ্ট অনুভব করি।’
জাতীয় শোক দিবসের ঘোষণার দেওয়ার পর তুরস্কজুড়ে সমস্ত পাবলিক ভবন এবং বিদেশে তুর্কি দূতাবাসগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে।
ফিলিস্তিনের কট্টর সমর্থক হিসেবে পরিচিত তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি গাজার হাসপাতালে হামলার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন এবং গাজার ট্র্যাজেডি বন্ধ করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তুরস্কের ক্ষমতাসীন একেপি পার্টির মুখপাত্র ওমর ছেলিকও হাসপাতালে হামলার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন। তিনি সাংবাদিকদের বলেছেন, ‘তুরস্কের তিনদিনের শোক ঘোষণা গাজার নিরীহ ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রদর্শন করবে। আমরা তাদের দুঃখ, ব্যথা, বেদনা ভাগ করে নিতে চাই।’
১৭ অক্টোবর, মঙ্গলবার রাতে ইস্তাম্বুল এবং তুরস্কের রাজধানী আঙ্কারায় হাজার হাজার মানুষ ইসরায়েলবিরোধী বিক্ষোভে যোগ দেয়। তারা ফিলিস্তিনিপন্থী স্লোগান দেয়।
ইসরায়েল প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় তুরস্কে অবস্থানরত তার নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব দেশটি ছেড়ে যেতে বলেছে।
এদিকে মিশরও গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় নিহতদের জন্য তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি