ইতালিতে একটি ফ্লাইওভার থেকে পর্যটকবাহী একটি বাস পড়ে গেলে অন্তত ২১ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে। মঙ্গলবার রাতে ভেনিসের কাছে প্রায় ৫০ ফুট নিচে পড়ে যায় বাসটি। বাসটিতে এরপর আগুনও ধরে যায়।
স্থানীয় সময় ১১:৪৫ (জিএমটি ১৭:৪৫)-এ দুর্ঘটনাটি ঘটে।
ভেনিস সিটি কাউন্সিলর রেনাটো বরাসো বলেন, বাসটিতে ৪০ জন আরোহী ছিল। তাদের ২১ জন মারা গেছে, ১৮ জন আহত হয়েছে।
নিহতদের মধ্যে পাঁচজন ইউক্রেনের এবং একজন জার্মানির রয়েছে। এছাড়া ফ্রান্স, ক্রোয়েশিয়ার যাত্রীও বাসে ছিল।
সূত্র : আল জাজিরা