বিএনপি’র উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের পুনঃপ্রবর্তক; বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪২তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্যে মর্যাদায় উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা আজ ১৫ মে ২০২৩ইং সোমবার বিকাল ৪ ঘটিকার সময় গুলশান বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জনাব গয়েশ^র চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান।
বিএনপি’র ভাইস চেয়ারম্যান জনাব ডা: এ জেড এম জাহিদ হোসেন। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব আমান উল্লাহ আমান, আবদুস সালাম, আব্দুল হাই সিকদার। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডা আ ফ ম ইউসুফ হায়দার। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক জনাব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জেড খান মো: রিয়াজউদ্দিন নসু, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর ৪২তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়:-
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর জীবনী নিয়ে সেমিনার সিম্পোজিয়াম, কবিতা আবৃতি, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, একটি জাতির জন্ম বই ও বুকলেট ছাঁপানো, বইমেলা প্রদর্শনী, স্বাধীনতার ঘোষণা থেকে তাঁর শাহাদাৎ পর্যন্ত বর্ণাঢ্য কর্মময় জীবনী নিয়ে বই বুকলেট প্রকাশ করা, গণমাধ্যমসহ স্যোসাল মিডিয়ায় প্রচারসহ বিভিন্ন কমিটি গঠন করা হয়।
কমিটি সমূহঃ
১। স্বরচিত কবিতা ও চিত্রাংকন প্রতিয়োগিতা কমিটিঃ
আহŸায়কঃ বেগম সেলিমা রহমান, সদস্য জাতীয় স্থায়ী কমিটি, বিএনপি।
সদস্য সচিবঃ জনাব আবদুল হাই সিকদার, সদস্য, চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ।
২। বই মেলা ও চিত্র প্রদর্শনী কমিটিঃ
আহŸায়কঃ জনাব আমান উল্লাহ আমান, সদস্য, চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ।
সদস্য সচিবঃ সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।
৩। সেমিনার কমিটিঃ
আহŸায়কঃ জনাব ইসমাইল জাবিউল্লাহ, সদস্য, চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ।
সদস্য সচিবঃ জনাব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রচার সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।
৪। প্রকাশনা কমিটিঃ
আহŸায়কঃ বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, সদস্য, চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ।
সদস্য সচিবঃ জনাব আবদুল হাই সিকদার, সদস্য, চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ।
৫। রচনা প্রতিযোগিতা কমিটিঃ
আহবায়কঃ অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, বিশিষ্ট শিক্ষাবিদ
সদস্য সচিবঃ অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।
৬। মিডিয়া কমিটিঃ
আহŸায়কঃ জনাব জহির উদ্দিন স্বপন, সাবেক এমপি, আহŸায়ক বিএনপি মিডিয়া সেল।
সদস্য সচিবঃ কাদের গণি চৌধুরী, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।
উক্ত কমিটির আহŸায়ক ও সদস্য সচিবগণ কমিটির কাজের সুবিধার্থে প্রয়োজনীয় সংখ্যক সদস্য অর্ন্তভূক্তির ব্যাপারে তাদেরকে দায়িত্ব প্রদান করা হয়।