রবিবার, ০২:২৪ পূর্বাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

হাইকোর্ট থেকে আগাম জামিন পেলেন যুবলীগ নেতা কামরুজ্জামান লিখন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৪৮ বার পঠিত

হত্যা চেষ্টা মামলায় বরিশালের যুবলীগ নেতা কামরুজ্জামান লিখন ও তার ছেলে রিওন সিকদারকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২২মার্চ) বিচারপতি মোঃ সেলিম ও বিচারপতি ও বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ তাদের চার সপ্তাহের আগাম জামিন দেন।

এর আগে সরকারী বরিশাল কলেজের মানবিক বিভাগের ১ম বর্ষের ছাত্র মোঃ রাকিবুল ইসলাম রিজনকে পরিকল্পিতভাবে উপর্যপুরি কুপিয়ে হত্যার অভিযোগ এনে কামরুজ্জামান লিখন, তার ছেলে রিওন এবং নামধারী ৭জন এবং আরও ২/৩জনকে অজ্ঞাত করে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় মামলাটি দায়ের করেন ওই ছাত্রের মাতা রুবিনা বেগম।

তবে কামরুজ্জামান লিখনের স্বজনদের দাবী, শত্রুতাবসত একটি মহল লিখন ও রিওনকে এই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। তাই তারা এই মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন।

অন্যদিকে হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরে কামরুজ্জামান লিখন গণমাধ্যমকে জানিয়েছেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে আমি ছাত্র জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত, ছাত্রলীগ করতে গিয়ে বহুবার হামলা-মামলার শিকার হয়েছি। বিএনপি-জামাতের বিরুদ্ধে আন্দোলন করে আমি তাদের নির্মম নির্যাতনের শিকার হয়েছিলাম, তখন আমাকে দেখতে প্রধানমন্ত্রী মানবতার মা শেখ হাসিনা নিজে আমাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু দূর্ভাগ্য এখনও একটি মহল আমাকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত আছেন। তারা আমাকে ফাঁসাতে বিনা কারনে আমার নামে মিথ্যা এই মামলাটি দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com