রাখিবো তোমায় যত্ন করে ;
দেবনা তোমায় ছুঁয়ে দেখতে একটি বার!
অতিথি হয়ে এসেছ ধৈর্য্য ধরে বসো কিছু ক্ষণ
আমিষ-নিরামিষ পাবে তুমি যত তোমার মন চায় ।
অনুপ্রাণিত করবে আমায় – তোমার ভালোলাগায়
সুনির্দিষ্ট নাইবা পেলে কিছু এ বেলায় সে বেলায় !
আমি যে জন্মেছি শুধুই যে আপনায়
এ সকল বিশ্বাস সকলবেলায় ।
নির্দ্ধিধায় তুমি আশ্রয় নিবে , তা কি জানো সে পথ কোথায়?
খুঁজে খুঁজে প্রতিনিয়ত হারিয়ে যায় যে বেলা
আবার সূর্যোদয় অতীব প্রত্যাশায়
আমি যে বিশ্বজুড়ে খুঁজেছি এক টুকরো বিশ্বাস
আপন করে আপনার সাথে।