দুর্নীতির মামলায় গ্রেফতার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের রিমান্ড আদেশ দিয়েছেন ইসলামাবাদ পুলিশ লাইনসের একটি আদালত।
মঙ্গলবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধী তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে ইসলামাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে।
ইসলামাবাদ হাই কোর্টের বাইরে থেকে র্যাঞ্জার্স বাহিনী আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে হেফাজতে নেয়। তিনি সেখানে তার বিরুদ্ধে দায়ের করা কয়েকটি মামলার জামিন নিতে গিয়েছিলেন।
আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাকে একটি কালো ভিগোতে করে নিয়ে যায়।
গ্রেফতার নিশ্চিত করে ইসলামাবাদ আইপিজি ড. আকবর নাসির খান বলেন, আল কাদির মামলায় ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
পিটিআই আইনজীবী ফয়সাল চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি ইসলামাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি আমের ফারুককে বিষয়টি জানিয়েছেন। আর বিচারপতি ইসলামাবাদ পুলিশ প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে ১৫ মিনিটের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।