নিজস্ব প্রতিবেদক
বর্তমান বিনা ভোটের নিশি রাতের অবৈধ সরকারের অধীনে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে ২ জানুয়ারি সোমবার বেলা ১২ টার সময় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল সদর উপজেলা বিএনপির ১ নং সদস্য আলহাজ্ব আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহর নেতৃত্বে বরিশালে গণসংযোগ, লিফলেট বিতরণ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচি বরিশাল নগরীর অমৃতলাল দে হাসপাতাল রোডস্থ সদর হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে জেলখানা মোড় হয়ে স্ব-রোড মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এসময় বরিশাল সহ দেশবাসীর উদ্দেশ্যে নেতাকর্মী বেষ্টিত আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ বলেন, ২০১৪ ও ২০১৮ সালে দিনের ভোট নিশি রাতে অনুষ্ঠিত হয়েছে,বিনা ভোটে দেড় শতাধিক এমপি নির্বাচিত হয়েছে যা বিশ্বের কাছে বিড়ল দৃষ্টান্ত। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও একইভাবে করার লক্ষ্যে আগামী ৭ জানুয়ারি পাতানো ও ভাগবাটোয়ারার নির্বাচন করার জন্য সরকার জোর চেষ্টা চালাচ্ছে। সরকারের এই দিবাস্বপ্ন বাংলার মাটিতে আর কোনোদিন বাস্তবায়ন সম্ভব নয়। এবার এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের অধীনে ৭ জানুয়ারির অবৈধ নির্বাচন প্রতিহত করতে জনগণ রাজপথে নেমে এসেছে। তিনি বলেন, দেশে আজ সরকারের মদদে ক্রমাগত দ্রব্যমূল্যের উর্ধগতি লাগামহীন ভাবে বেড়েই চলেছে। ফলে দেশের হতদরিদ্র ও অসহায় মানুষ না খেয়ে মারা যাওয়ার উপক্রম হয়েছে। এই স্বাধীন দেশে এরকম গরীব মারার অবৈধ সরকার থাকতে পারে না। তাই তিনি এই অবৈধ সরকারকে উৎখাত করার জন্য দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়ার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য ও সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মন্টু খান, বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠু, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা কাজী জাহাঙ্গীর হোসেন চান্দু, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ মিলন চৌধুরী, মিজানুর রহমান বাপ্পি, বরিশাল জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ সাজ্জাদ হোসেন, বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ফরহাদ হোসেন, বরিশাল সদর উপজেলা মহিলা দলের আহবায়ক হোসনে আরা বেগম, সদ্য কারামুক্ত শ্রমিক দলের নেতা কোটন, কাশিপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ হানিফ হাওলাদার, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ জাহিদ তালুকদার সহ বরিশাল জেলা দক্ষিণ ও মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আমার শান্তিপূর্ণ সভা-সমাবেশ, মিছিল, গণসংযোগ, লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহতভাবে চলবে যতক্ষণ না এই সরকারের পতন না হবে। তাই আপনারা সবাই শান্তিপূর্ণভাবে সবাই বাসায় চলে যান। এসময় তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন আপনারা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে দেশ রক্ষায় জনতার কাতারে এসে দাড়ান।