সরকার পতনের এক দফা দাবিতে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। একই দিন বিএনপির মহাসমাবেশের পাল্টা কর্মসূচি পরিকল্পনা করছে আওয়ামী লীগ। ওইদিন রাজধানীর বায়তুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেইটে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে মহানগর আওয়ামী লীগ।ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান গণমাধ্যমকে জানান, ২৮ অক্টোবর আমাদের কর্মসূচি রয়েছে। সেদিন কী হবে, সে বিষয়ে আগামী ২৫ অক্টোবর তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে একটি প্রতিনিধি সভা হবে। সেই সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কর্মসূচি ঘোষণা করবেন।
এদিকে আগামী ২৮ অক্টোবর চট্টগ্রাম কর্ণফুলী টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেদিন চট্রগ্রামে সুধী সমাবেশ ও জনসভা করবে আওয়ামী লীগ। তবে কেন্দ্রের অধিকাংশ নেতা ঢাকা অবস্থান করবেন।