যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দুই হাজারের বেশি বসতবাড়ি-স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, বাস্তুচ্যুত হন লাখের বেশি বাসিন্দা। এমন প্রাকৃতিক দুর্যোগে যে যার সাধ্যমতো বিপদগ্রস্তদের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন। এবার সাহায্যের হাত বাড়ালেন মার্কিন পপতারকা বিয়ন্সে। দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য ২৫ লাখ ডলার দিলেন তিনি। অল্টাডেনা ও প্যাসাডেনা এলাকার মানুষদের বাড়ি পুনর্নির্মাণে ব্যবহৃত হবে এই অর্থ।
এর আগে ওয়াল্ট ডিজনি, প্যারামাউন্ট গ্লোবাল এবং ওয়ার্নার মিউজিক অ্যান্ড ব্লাভান্টিক ফাউন্ডেশন থেকেও দেওয়া হয় আর্থিক সহায়তা। সাহায্যের হাত বাড়িয়ে দেন অ্যাঞ্জেলিনা জোলি, হ্যালি বেরি, মেগান মার্কেল ও প্রিন্স হ্যারিরা।