ভারতবাসীর ২১ বছরের দীর্ঘ অপেক্ষা শেষ হলো। ইসরায়েলের ইলাতে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭০তম পর্বে ৮০ প্রতিযোগীকে টপকে হারনাজ সাঁধুর মাথায় উঠল মুকুট।
চণ্ডীগড়ের মেয়ে হারনাজ সাঁধু। সুস্মিতা সেন, লারা দত্তের পর তৃতীয় ভারতীয় সুন্দরী হিসেবে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন হারনাজ। ২০০০ সালে ব্রহ্মাণ্ড সুন্দরীর মুকুট মাথায় ওঠে লারা দত্তের।
মিস ইউনিভার্স প্রতিযোগিতার আয়োজকদের তরফে টুইটার হ্যান্ডেলে এ খবর জানানো হয়েছে। ক্যাপশনে লেখা হয়, ‘মিস ইউনিভার্স ২০২১-র মুকুট উঠল মিস ইন্ডিয়ার মাথায়।’
হারনাজের মাথায় মুকুট পরিয়ে দেন ২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রেয়া মেজা। মঞ্চে সোনালি স্লিভলেস গাউনে ঝলমল করলেন হারনাজ, হীরাখচিত মিস ইউনিভার্সের তাজ তাঁর সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিল।
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাও সাড়া বিশ্বে ঝড় তোলে। ভারতের প্রতিযোগীরা এ পর্যন্ত ছয় বার বিশ্বসুন্দরীর মুকুট জিতেছেন। তাঁরা হলেন—মানুষি ছিল্লার (২০১৭), প্রিয়াঙ্কা চোপড়া (২০০০), যুক্ত মুখী (১৯৯৯), ডায়ানা হেডেন (১৯৯৭), ঐশ্বরিয়া রাই (১৯৯৪) ও রেইতা ফারিয়া (১৯৬৬)।