২০ দিন আগেও ছিলেন কারাগারে। মুক্তি পেয়েও হয়তো ভাবতে পারেননি তার জন্য সামনে কী অপেক্ষা করছে। কারণ মুক্তির ২০ দিনের মাথায় সৃষ্টি করেছেন ইতিহাস। সেনেগালের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বাসিরু দিওমায়ে ফায়ে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ১২ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ম্যাকি সলকে হারিয়ে ৪৪ বছর বয়সী ফায়ে জয়ী হয়েছেন। ২০২১ সালের মার্চ থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সেনেগালে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়। ফায়েও ছিলেন তাদের মধ্যে একজন।
করোনা মহামারির সময় বিধিনিষেধ আরোপ করায় সেনেগালের অর্থনীতি ও মানুষের জীবনমানের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। পরের বছর বিরোধী দলীয় নেতা ওউসমানে সোনকোকে গ্রেপ্তারের চেষ্টার জেরে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। একটা সময় সেনেগালে দাঙ্গা ছড়িয়ে পড়ে। সশস্ত্র ও মুখোশধারী হামলাকারীদের হাতে হতাহতের শিকার হন বহু মানুষ।
২০২১ সালের মার্চ থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সেনেগালে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়। বাসিরু দিওমায়ে ফায়েও ছিলেন তাদের মধ্যে। প্রতিবাদ জানাতে ফেসবুককে বেছে নেন সাবেক এই কর পরিদর্শক। ফায়ের ওই পোস্টগুলো রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করেছিল সেনেগাল কর্তৃপক্ষ। সে বছরের এপ্রিলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। ১১ মাস কারাগারে থাকার পর গত মাসে নির্বাচনের ঠিক আগে তাকে মুক্তি দেওয়া হয়।
নির্বাচনী প্রচার শুরু হওয়ার কয়েক দিন আগে প্রেসিডেন্ট সল দেশটির ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচন স্থগিত করেন। দুর্নীতিবাজদেরও প্রার্থীর তালিকায় রাখার অভিযোগ তুলে ওই পদক্ষেপ নিয়েছিলেন তিনি। পরে সাংবিধানিক পরিষদ প্রেসিডেন্টের ওই সিদ্ধান্ত বাতিল করে ২ এপ্রিলে তার সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে নতুন নির্বাচন আয়োজনের নির্দেশ দেয়। নির্বাচনের দুই সপ্তাহের কম সময় আগে কারাগার থেকে ছাড়া পেয়েও ফায়ে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন এবং জয় নিজের পক্ষে এনেছেন।