রবিবার, ০১:১৫ অপরাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

২০২৩ আইএফ ডিজাইন অ্যাওয়ার্ডসে ছয়টি পুরস্কার অর্জন করলো অপো’র কালারওএস ১৩

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৭৪ বার পঠিত

[ঢাকা, ২ মে ২০২৩] ২০২৩ আইএফ ডিজাইন অ্যাওয়ার্ডসে ৬টি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে অপো’র সর্বাধুনিক অপারেটিং সিস্টেম কালারওএস ১৩। ৫৬টি দেশের ১১,০০০ এন্ট্রির সাথে প্রতিযোগিতা করে অ্যাকুয়ামরফিক ডিজাইন, মাল্টি-স্ক্রিন কানেক্ট, স্মার্ট সাইডবার সাজেশন, গেম অ্যাসিসট্যান্ট ও স্মার্ট ওয়ালেটের ক্ষেত্রে ইউজার এক্সপেরিয়েন্স (ইউএক্স) ক্যাটাগরিতে ৫টি এবং ক্লোন ফোনের জন্য অ্যাপ ক্যাটাগরিতে আরও ১টি পুরস্কার অর্জন করে কালারওএস ১৩। ব্যবহারকারীদের জন্য অনন্য অভিজ্ঞতা নিশ্চিতের জন্য উন্নত ডিভাইস নিয়ে আসার প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবে এ পুরস্কার অর্জন করলো অপো’র কালারওএস ১৩।

 

দ্য আইএফ ডিজাইন অ্যাওয়ার্ডস বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ডিজাইন পুরস্কারগুলোর মধ্যে অন্যতম। কালারওএস ১৩ এর জন্য ৬টি পুরস্কার অর্জনের পাশাপাশি, ডিজাইনে নতুনত্ব নিয়ে আসার স্বীকৃতি হিসেবে অপো ফাইন্ড এন২ ফ্লিপ স্মার্টফোনের জন্যও পুরস্কার অর্জন করেছে অপো।

 

কালারওএসে ডিজাইনের নতুনত্ব – অ্যাকুয়ামরফিক ডিজাইন – এ বছর বিশ্বব্যাপী পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছে। পানি থেকে অনুপ্রাণিত হওয়া এ ডিজাইনের নান্দনিকতা ব্যবহারকারীদের দুর্দান্ত ও অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করে। এই ডিজাইনের ফ্রেশ সিস্টেম থিম প্ল্যাটার, ফন্টস ও পলিমরফিক টেক্সচারের সাথে কার্ড-স্টাইল লেআউট প্রযুক্তি ও মানুষের মধ্যে ব্যবধান কমিয়ে ব্যবহারকারীর জন্য স্বাচ্ছন্দ্যদায়ক ও আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করে।

মাল্টি-স্ক্রিন কানেক্ট দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধি করে; পাশাপাশি ফোন, পিসি ও ট্যাবলেটের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন ডেটা ট্রান্সমিশনের মাধ্যমে নানারকম স্মার্ট ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে সীমাবদ্ধতা দূর করতে সহায়তা করে। মাল্টি-স্ক্রিন কানেক্টের মাধ্যমে বিভিন্ন স্ক্রিন ও ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যদায়ক অনুভূতি উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।

ফোনের সাইডবারের মাধ্যমে নানানরকম স্মার্ট টুল ব্যবহারের সুযোগ করে দিচ্ছে স্মার্ট সাইডবার সাজেশন। এর মাধ্যমে ব্যবহারকারীরা বাধাহীনভাবে ফোনের প্রয়োজনীয় টুল ব্যবহার করে দ্রুত কাজ করার সুযোগ পাবেন এবং তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

নেটওয়ার্ক কন্ডিশন অপ্টিমাইজ করে গেম অ্যাসিসট্যান্ট; পাশাপাশি ইনটুইটিভ কন্ট্রোল জেসচার ও মাল্টি-উইন্ডো সাপোর্ট প্রদানের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য মাল্টি-সেন্সরি অভিজ্ঞতা সহ দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করে।

পেমেন্ট ও অন্যান্য আর্থিক লেনদেন সহজ উপায়ে নিরাপদভাবে সম্পন্ন করতে সহায়তা করে স্মার্ট ওয়ালেট। এটি ডিজিটাল ডকুমেন্টের জন্য নিরাপদ স্টোরেজ নিশ্চিত করার পাশাপাশি, পেমেন্ট, পাবলিক ট্রান্সপোর্ট এবং ইলেকট্রনিক কার কি ও অ্যাক্সেস কার্ডের ক্ষেত্রে বিস্তৃত সুযোগ নিয়ে এসেছে। বারবার ফোন আনলক করা বা বিভিন্ন অ্যাপ পরিবর্তন করার ঝামেলা থেকে মুক্ত হয়ে দৈনন্দিন কাজগুলো আরও সহজ ও নিরবচ্ছিন্নভাবে করতে সহায়তা করে শক্তিশালী ডিজিটাল ওয়ালেট।

অ্যাপ ক্যাটাগরিতে ২০২৩ আইএফ ডিজাইন অ্যাওয়ার্ড বিজয়ী ‘ক্লোন ফোন’ কোনো ধরনের ক্যাবল ছাড়াই পুরনো থেকে নতুন ফোনে সহজে ডেটা মাইগ্রেশন করার নিরাপদ অ্যাপ। এটি অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ইউজার ডেটা নিরাপদ রাখার পাশাপাশি ডেটা মাইগ্রেশন অভিজ্ঞতা উন্নত করবে।

কালারওএস ১৩ অপো’র অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে সর্বাধুনিক ভার্সন এবং এটি এখন অপো’র ডিভাইসগুলোতে ব্যবহৃত হচ্ছে। শক্তিশালী ও ব্যবহারকারী-বান্ধব এই অপারেটিং সিস্টেমের ফিচার ও অনন্য ইন্টারফেস স্মার্টফোন অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করেছে। সামনের দিনগুলোতেও অপো উদ্ভাবনী পণ্য ও সেবা নিয়ে আসার মধ্য দিয়ে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত অভিজ্ঞতা নিশ্চিতে কাজ করে যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com