স্টাফ রিপোর্টার, গাজীপুর \ ১৪ বছর পালিয়ে থেকে ও নাম ঠিকানা পরিবর্তন করেও শেষ রক্ষা পেল না মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল ইসলাম। শুক্রবার তাকে ময়মনসিংহের গলগন্ডা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত নুরুল ইসলাম গাজীপুরের কালীগঞ্জ থানার আলোচিত মহিউদ্দিন হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী। একই মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত অপর এক পলাতক আসামি শফিকুলকে গত কয়েকদিন আগে পাবনার ঈশ্বরদী থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নুরুল ইসলাম গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের বাচ্চু মোল্লার ছেলে।
কালীগঞ্জ থানার এসআই সাইফুল ইসলাম-১ জানান, ২০০৮ সালের ১৬ অক্টোবর কালীগঞ্জের ব্রাহ্মণগাঁও গ্রামের ফজলুর রহমানের ছেলে মহিউদ্দিনকে (১৫) একটি মোবাইল ফোনের জন্য হত্যা করে আসামিরা। পরদিন বাড়ির পার্শ্ববর্তী একটি বিল থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এব্যাপারে নিহতের বাবা ফজলুর রহমান বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৭ সালের ১৯ জুলাই গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মোঃ ফজলে এলাহী ভূইয়া ওই মামলার রায়ে ৫ জনকে ফাঁসিতে মৃত্যুদন্ডের আদেশ দেন। একই সঙ্গে দন্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদন্ড করেন তিনি। রায় ঘোষণাকালে আদালতে দুইজন আসামী উপস্থিত থাকলেও নুরুল ইসলাম সহ অপর তিন আসামি পলাতক ছিল।
তিনি জানান, শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে এবং আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ওই মামলায় মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল ইসলামকে ঘটনার প্রায় ১৪ বছর পর ময়মনসিংহের কোতয়ালী মডেল থানার গলগন্ডা এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে পলাতক অবস্থায় নাম ঠিকানা পরিবর্তন করে এবং জাতীয় পরিচয় পত্র তৈরি করে বিভিন্ন জেলায় রিক্সা চালিয়ে জীবিকা র্নিবাহ করতো। বিকেলে তাকে গাজীপুরের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর কয়েকদিন আগে একই মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত অপর এক পলাতক আসামি একই গ্রামের আব্দুস সালামের ছেলে শফিকুলকে পাবনার ঈশ্বরদী থেকে গ্রেফতার করা হয়।
###
স্টাফ রিপোর্টার, গাজীপুর।
০৫/০৫/২০২৩ ইং।