১৩ দিন বন্ধ থাকার পর স্বল্প পরিসরে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়। তবে ট্রেনগুলো বেশ ফাঁকা।
প্রাথমিক পর্যায়ে প্রথমদিন ঢাকা থেকে ছেড়ে গেছে ৫টি লোকাল ও কমিউটার।
ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। তবে অনেকেই না জানার কারণে যাত্রী চাপ একেবারেই নেই, ট্রেনগুলো বেশ ফাঁকা। এছাড়া, কিছুটা নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও জানিয়েছেন যাত্রীরা।
তবে আন্তঃনগর ট্রেন এখনো বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সময়ে দূরপাল্লার ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে ছেড়ে আসা কাঞ্চন কমিউটার সকাল ৯টায় ও বুড়িমারী কমিউটার ট্রেন সকাল সাড়ে ৯টায় দিনাজপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করে পঞ্চগড় স্টেশনের উদ্দেশে ছেড়ে গেছে।