হে একুশ
কিশোর কিশোরীর এলোকেশে,
দামাল বাদলের থমকে যাওয়া।
আজও দাঁড়িয়ে যুদ্ধের বীর!
নেত্রযুগল রুদ্ধ করে দেখছেন-
সে-ই একুশের বদলে যাওয়া,
নাগ- পাষের জ্বালা হৃদয়ে!
হে একুশ!
ও- যে তুমি আমি,
আমাদের বংশের ত্যাগের মহিমা।
রক্তে রাঙানো লাল সবুজের পতাকা।
রুখবো তার মান,আছে- তো প্রাণ,
আছে,আছে তাতে দেশের কল্যাণ।
কত শত বীর হলো বলীদান!
আজ,সেই একুশ,তার ই অবদান।
অর্জিত স্বাধীন বাংলার গাই গান।