হুতি বিদ্রোহীদের ওপর ব্রিটেন বিমান হামলার কথা ভাবছে বলে জানা গেছে। খবর গার্ডিয়ানের।
লোহিত সাগরে একটি কন্টেইনার জাহাজকে লক্ষ্য করে তিনটি নৌকা ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর যুক্তরাজ্যের এই পরিকল্পনার তথ্য সামনে আসলো।
খবর অনুসারে, ইয়েমেনি গোষ্ঠীকে চূড়ান্ত সতর্কবার্তা দিতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র যৌথ বিবৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন খবরের মধ্যে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শাপস বলেছেন, সরকার আরও হামলা ঠেকাতে ‘সরাসরি পদক্ষেপ’ নিতে দ্বিধা করবে না।
ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে আসা চারটি নৌকা কনটেইনার জাহাজ মারস্ক হাংঝুকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে মার্কিন হেলিকপ্টারগুলো পাল্টা গুলি চালায়।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, হুতি নৌকাগুলো কনটেইনার জাহাজের কয়েক মিটারের কাছে এসে পড়ে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সশস্ত্র হুতি নৌকার বেশ কয়েকজন ক্রু নিহত হয়েছেন। অন্যদিকে কনটেইনার জাহাজের কেউ হতাহত হয়নি।
সংবাদমাধ্যম টেলিগ্রাফে শ্যাপস লিখেছেন, যুক্তরাজ্য ‘লোহিত সাগরে নৌচলাচলের স্বাধীনতার হুমকি রোধে আরও পদক্ষেপ নিতে দ্বিধা করবে না’। হুতিদের কোনও ভুল বোঝাবুঝির মধ্যে থাকা উচিত নয়: আমরা অবৈধ দখল এবং হামলার জন্য ক্ষতিকারক ব্যক্তিদের জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ।