জাপানের হিরোশিমায় জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে শনিবার চতুর্পক্ষীয় নিরাপত্তা সংলাপে নেতারা মিলিত হন।
এই সংলাপ হচ্ছে কৌশলগত নিরাপত্তামূলক আলোচনা, যা কোয়াড নামেও পরিচিত।
এর সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত।
এই কোয়াড বৈঠকটি প্রথমে ২৪ মে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হবার কথা ছিল। তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ তা বাতিল করেন কারণ, এই বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন উপস্থিত থাকতে পারবেন না।
প্রেসিডেন্ট জো বাইডেন জি-৭ সম্মেলন শেষ হওয়ার পরই দেশে ফিরবেন এবং তারপর ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সদস্যদের সাথে ঋণ পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন।