লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সাথে যুদ্ধে আগ্রহী নয় ইসরাইল বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট।
রোববার (১৫ অক্টোবর) তিনি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তার দেশ উত্তর ফ্রন্টে হিজবুল্লাহের সাথে যুদ্ধ করতে আগ্রহী নয়। বরং উত্তরের সীমান্ত পরিস্থিতি তারা আগের মতোই রাখতে চয়।
ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘যদি হিজবুল্লাহ যুদ্ধের পথ বেছে নেয়, তাহলে তাকে অনেক চড়া মূল্য দিতে হবে। কিন্তু তারা যদি নিজেদের সংযত রাখে, আমরা তাদের সিদ্ধান্তকে সম্মান জানাব। পরিস্থিতি আগের মতোই স্বাভাবিক করে রাখব।’
এ সময় উত্তর সীমান্তে হিজবুল্লাহ ও ইসরাইলের মাঝে গুলি বিনিময়ের কথা তিনি স্বীকার করেন।
সূত্র : আলজাজিরা