বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচন, আওয়ামী লীগের জন্য দুঃস্বপ্ন।
তিনি বলেন, বারবার মিথ্যা আশ্বাস দিয়ে নির্বাচনে ভোট চুরি করে ক্ষমতায় এসে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। বলেন তাদের লুটপাটের কারনেই দেশ আজ বহুমুখী সংকটের মুখে।
তিনি বলেন আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি পেতে দেশের জনগন আজ ঐক্যবদ্ধ। যেকোনো সময় জনতার রুদ্র তোপে পতিত হয়ে এ সরকার ক্ষমতাচ্যূত হবে।
আজ ৯ এপ্রিল ২০২৩ রবিবার ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী থানা বিএনপির দোয়া ও ইফতার পূর্ব এক আলোচনা সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যদান কালে বিএনপি ঢাকা মহানগরীর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এসব কথা বলেন। তিনি সরকারকে হুশিয়ার করে দিয়ে বলেন আগামী নির্বাচনে আবারো হাসিনাকে কারচুপির মাধ্যমে ক্ষমতায় আনার দিবাস্বপ্ন।
অচিরেই এ স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে।
বিএনপির বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ বলেন আমরা সকল দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়।
মহানগর সদস্য সচিব রফিকুল আলম মজনু সরকারকে সর্তক করে বলেন হত্যা, গুম, হামলা কিংবা মামলা দিয়ে বিএনপির অগ্রযাত্রা রুখতে পারবেন না। আমরা নিশ্চিত কামিয়াব হবো।
মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, দেশনায়ক তারেক রহমান যখনই চুড়ান্ত আন্দোলনের ঘোষণা দিবেন এই অবৈধ সরকার বানের পানির মতো ভেষে বঙ্গোপসাগরে পতিত হবে। এদেশে আওয়ামীলীগকে সার্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যাবে না। তিনি বলেন আমরা প্রস্তুত ঢাকাবাসিকে নিয়ে চুড়ান্ত আন্দোলনে আমরাই রাজপথে দখল নেবো ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আব্দুল সাত্তার পাটোয়ারী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক আ.ন.ম সাইফুল ইসলাম, তানভীর আহমেদ রবিন, কদমতলী থানা বিএনপির সাবেক সভাপতি কমিশনার মীর হোসেন মীরু, কাউন্সিলর জুম্মন মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
গ্রেফতারকৃত নেতাকর্মীদের
মুক্তির দাবি-
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনু এক বিবৃতিতে গতকাল অবস্থান কর্মসূচি পালনকালে ঢাকা মহানগর দক্ষিণের রমনা থানার ১৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মোতালেব রুবেল সহ নিউমার্কেট, কলাবাগান ও ডেমরা থানা বিএনপির ২৫ জন নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে অন্যায়ভাবে গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তি দাবী করেন এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।