মূল রক্ত ধমনিতে রিং পড়ানোর পাঁচদিন পর হাসপাতাল ছেড়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। আজ বুধবার চিকিৎসকদের পরামর্শে হাসপাতাল ছাড়েন তিনি। গত কয়েদিন তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সামিটিভেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আজ বুধবার সন্ধ্যায় জহির উদ্দিন স্বপন বলেন, ৫ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেলে তাঁর মূল রক্তনালিতে ব্লক ধরা পড়ে।
চিকিৎসকেরা তাৎক্ষণিকভাবে ব্লক অপসারণ করেন। তিনি এখন সুস্থ আছে। চিকিৎসদের পরমার্শে আজ হাসপাতাল ছেড়েছেন। কয়েকদিন হোটেলে থেকে চিকিৎসা নিবেন।
জহির উদ্দিন স্বপন জানান, আগামী ১১ আগস্ট আবার চিকিৎসদের পরামর্শ নিতে হাসপাতালে যাবেন। চিকিৎসদের পরামর্শ নিয়ে দ্রুত দেশে ফিরতেন চান তিনি।
বিএনপির মিডিয়া সেল জানায়, অসুস্থতার সময়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যসহ দলের সর্বস্তরের নেতাকর্মী সহানুভূতি জানানোয় তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
হংকং থেকে দ্রুত সুস্থতা ও দোয়া কামনা করেন এবং নিয়মিত খোজ রাখেন জাতীয়তাবাদী নাগরিক সমাজ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক , আন্তর্জাতিক মানবাধিকার সংগঠক সাংবাদিক লায়ন দিদার সরদার।