ইসরাইলি বাহিনীর দ্বারা ‘অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বেআইনি হত্যা’ অবিলম্বে বন্ধ করতে হবে জানিয়েছে জাতিসঙ্ঘের মানবাধিকার অফিস।
মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ৭ অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে বেআইনি হত্যাকাণ্ডের ক্রমবর্ধমান সংখ্যার নথিভুক্ত করে, জাতিসঙ্ঘের মানবাধিকারের হাইকমিশনার অফিস বলেছে যে- ইসরাইলকে অবশ্যই তার বাহিনীর দ্বারা সংঘটিত ‘সব বেআইনি বল প্রয়োগের জন্য জবাবদিহি করতে হবে’।
মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরের জেনিনের ইবনে সিনা হাসপাতালের ভেতরে তিন ফিলিস্তিনির ‘পরিকল্পিত বিচারবহির্ভূত মৃত্যুদণ্ড’ হিসাবে বর্ণনা করে দৃঢ়-শব্দে এ বিবৃতি জারি করেছে জাতিসঙ্ঘ।
জাতিসঙ্ঘের মতে, ইসরাইলিরা গোপনে একজন ১৮ বছর বয়সীকে তার হাসপাতালের বিছানায় শুয়ে রেখে হত্যা করেছিল। ওই ব্যক্তি ‘অর্ধ পক্ষাঘাতগ্রস্ত’ ছিল এবং অক্টোবরে ইসরাইলি বিমান হামলার পর চিকিৎসা নিচ্ছিল। ইসরাইলিরা ওই রোগীর ২৩ বছর বয়সী এক ভাই ও একজন ২৭ বছর বয়সী ব্যক্তিকেও হত্যা করেছিল।
জাতিসঙ্ঘ বিবৃতিতে ইসরাইলকে স্মরণ করিয়ে দিয়েছে যে- আন্তর্জাতিক আইনের অধীনে, ‘আগ্নেয়াস্ত্র শুধু- যখন কঠোরভাবে প্রয়োজন এবং জীবন বা গুরুতর আঘাতের জন্য আসন্ন হুমকি প্রতিরোধ করতে ব্যবহার করা যেতে পারে’। অন্যথায়, এর ব্যবহার বেআইনি।
এদিকে চীন বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত সব ধরনের হামলার ঘটনার নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রতিটি পদক্ষেপের বিরোধিতা করে।
গত শুক্রবার হেগের আন্তর্জাতিক আদালত গাজায় গণহত্যা ঠেকানোর জন্য ইসরাইলকে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। এছাড়া সেখানে পর্যাপ্ত পরিমাণে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছানোর সুযোগ দেয়ার কথা বলেছে।
আন্তর্জাতিক বিচার আদালতের এই রুলিং আইনগতভাবে মেনে চলতে ইসরাইল বাধ্য কিন্তু বাস্তবতা হচ্ছে- রুলিং বাস্তবায়নের জন্য কোনো সুনির্দিষ্ট পদক্ষেপের কথা বলা হয়নি।
সূত্র : আল-জাজিরা