মহামারিতে রূপ নিয়েছে ডেঙ্গু-যা একবাক্যে অস্বীকার করেছে সরকারের স্বাস্থ্য বিভাগ। তবে, ডেঙ্গু রোগীর ঢল সামাল দিতে করা হয়েছে ডেডিকেটেড হাসপাতাল। রাজধানীর মহাখালী ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে লাইন ধরে চিকিৎসা নিশ্চিতের অপেক্ষায় ডেঙ্গু রোগীর স্বজনরা।
মশার কামড়ে চলতি বছরে মারা গেছেন ৫৩৭ জন। হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১২ হাজারেরও বেশি মানুষ। এ বছর ডেঙ্গুর মৌসুম শেষ হবার আগেই রোগী শনাক্ত ও মৃত্যু রেকর্ড গড়েছে। এদিকে, সপ্তাহখানেক নিম্নমুখী থাকার পর আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা গেছেন আরও ৯ জন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৬০ জন।
গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে ভর্তি হয়েছে ১০১ জন রোগী। পেটে ব্যথা, রক্ত বমি, পানি শূণ্যতা, রক্ত নালী লিকেজসহ নানাবিধ শারিরীক অসুস্থতা নিয়ে আসছে রোগী। প্রাপ্ত বয়স্কদের পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত শিশুদের সংখ্যাও বাড়ছে।
গেলো পাঁচ বছরে দেশে ডেঙ্গুর প্রবণতা নিয়ে গত সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে প্রতিনিধি সভা করেছে দেশের ডেঙ্গু নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট নানা প্রতিষ্ঠান। সেখানে উঠে আসে আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ বাড়ার চিত্র। অন্তত তিনটি কারণে ডেঙ্গুর সংক্রমণের গতি নিয়ে উদ্বেগ জানানো হয় সভায়।
এবছর আগস্টের ২৬ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ৩৫২ জন। আগস্ট মাসের মাঝের দিকে রোগী ভর্তির সংখ্যা নিম্নমুখী থাকলেও গত দু’দিনে আবারও বাড়ছে ডেঙ্গু রোগী। মহাখালী ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে বেড খালি ৫০ শতাংশ। খালি আছে আইসিইউও।