গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় ১০০ ইসরাইলি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো অন্তত ৭৫০ জন। অবশ্য ইসরাইল সরকার ৪০ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে।
তবে ইসরাইলি গণমাধ্যম নিহতের সংখ্যা ১০০ বলে উল্লেখ করছে বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।
পূর্ব জেরুসালেম থেকে আলজাজিরার প্রতিনিধি জানিয়েছেন, হতাহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
আলজাজিরার প্রতিনিধি জানিয়েছে, সরকার বা স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো ১০০ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেনি।
শনিবার ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তারা প্রথমবারের মতো ইসরাইলের কয়েকটি শহরে ঢুকে ইসরাইলি কিছু সৈন্যকে আটক এবং তাদের সামরিক যান জব্দ করেছে বলে জানিয়েছে। এর জবাবে ইসরাইলও গাজায় হামলা চালানোর কথা জানিয়েছে।
শনিবার এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, শনিবার সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্টরম’ শুরু হয়েছে। ইসরাইলও গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করেছে।
সূত্র : আলজাজিরা