সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হানিফের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
বুধবার রাত ৯টার সময় শহরের কাস্টম মোড় থেকে একটি মশাল মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছাত্র-জনতা।
জানা গেছে, মিছিল শেষে পিটিআই রোডে অবস্থিত কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাড়িতে অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে সাধারণ ছাত্র-জনতা।
ওই সময় হানিয়ের আলিসান বাড়ির মূল ফটক ও প্রাচীর ভেঙ্গে ফেলা হয় এবং বাড়ির ছাদসহ বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেয়া হয়। এ সময় এই বাড়িতে কোনো লোকজন ছিল না।
ছাত্র-জনতা বলছেন, হানিফ, হানিফের ভাই আতাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই বাড়িতে বসেই নানা প্লান করে ছাত্র-জনতার উপর হামলা পরিকল্পনা করা হয়। আর তাই বাড়িটি গুঁড়িয়ে দেয়া হলো। এখনো সেখানে হাজারো মানুষ অবস্থান করছেন।
উল্লেখ্য, গতবছর ৫ আগস্ট বাড়িটি আংশিক ভাংচুর করে ছাত্র-জনতা। ওই সময় থেকেই এই বাড়িতে আর কোনো লোকজন থাকতেন না।