ডেস্ক রিপোর্ট:
হঠাৎ করে সোমবার জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়েন জেমি সিডন্স। দল যখন যাচ্ছে ইংল্যান্ড সফরে, তখনই কিনা তোলপাড় উঠে এমন খবরে। সেই সাথে প্রশ্ন উঠে, এমতাবস্থায় দলের ব্যাটিং কোচ হচ্ছেন কে? নিজের মতো করে উত্তরটা দিলেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। জানালেন প্রধান কোচ হাথুরুসিংহেই পালন করবেন এই দায়িত্ব ।
এদিকে বিশ্বকাপের খুব বেশি দেরি নেই। আবার দলও খেলতে রওনা দিয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে, খেলা আবার ইংল্যান্ডের বাউন্সি পিচে। এমতাবস্থায় ব্যাটিং পরামর্শ ছাড়া দল চলবে কিভাবে? তাছাড়া এই স্বল্প সময়ের মধ্যে তো নতুন ব্যাটিং কোচ পাওয়াও যাবে না। তাহলে উপায়?
বিসিবি পরিচালক ও সাবেক টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এই প্রশ্নের জবাবে খুঁজে নিয়েছেন হাথুরুসিংহেকে। এই প্রসঙ্গে সুজন বলেন, ‘হাথুরু নিজেই তো ব্যাটিং পরামর্শক। আমাদের বোলিং কোচ আছেন ডোনাল্ড। ফিল্ডিং কোচ আছেন, স্পিন পরামর্শক আছে। তাহলে হাথুরুর কাজটা কী? হেড কোচ প্লাস ব্যাটিং কোচ ডেফিনিটলি। অবশ্যই সে স্পেশালিস্ট তার ব্যাটিংয়েই।’
এরই মাঝে বিসিবি আবার সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নিক পোথাসকে। দলে তার কী ভূমিকা হবে, এই সম্পর্কে জানতে চাইলে সুজন বলেন, ‘তার রোল ঠিক করবে হাথুরুসিংহে। পোথাস ফিল্ডিংয়েও স্পেশালিস্ট। আর ওর যে এক্সপেরিয়েন্স সেটা আমাদের বড় কাজে লাগবে।’
জেমি সিডন্সের এমন সিদ্ধান্ততে বেশ খুশি সুজন। জাতীয় দল ছেড়ে গেম ডেভেলপমেন্টের অংশ হওয়ায় তাকে স্বাগত জানান তিনি। বলেন, ‘সে কাজ করতে চায় আমাদের জুনিয়র লেভেলে। যা আমাদের জন্য বড় একটা ব্যাপার। কারণ সে নিজেই তা চাচ্ছে। জেমি যদি কাজ করে এই জায়গায়, তবে ভালো একটা ফল পাবো বলে আমি মনে করি।’