বাইবেলের ভাষ্যমতে “ইডেন” শব্দের অর্থ, নন্দনকানন। অর্থাৎ যে কাননে আদম হাওয়া সুন্দর সময় কাটাতেন। কোলকাতার “ইডেন গার্ডেন” ক্রিকেটারদের কাছে স্বপ্নের স্থান।
বাংলাদেশের “ইডেন কলেজ” স্বাধীনতা পূর্ব এবং পরবর্তী সময়ে অনেক নৈতিক আন্দোলনের সূতিকাগার। হঠাৎ করে সেই “ইডেন কলেজ” কিভাবে অনৈতিক কর্মকান্ডের আখড়ায় পরিনত হলো? রাজনৈতিক প্রভাব বিস্তার এখন পরিচিত শব্দ। কিন্তু যখন দায়িত্বশীল শিক্ষক বলেন, “আমরা সবাই ছাত্রলীগ”… ঠোঁটে স্মিত হাসি… তখন বিষয়টি চিন্তার হয়ে ওঠে। যখন উপাধ্যক্ষ অনিয়ম লুকানোর সর্বোচ্চ চেষ্টা করেন, তখন প্রশ্ন জাগতেই পারে, অর্থের ভাগ কি সবার মধ্যেই হয়?
নাহয় বাদ দিলাম এসব গভীর গবেষণা। কিন্তু যেখানে মেয়েদের দ্বারা জোরপূর্বক ” দেহ ব্যবসার” মতো ঘোর আপত্তিকর প্রসঙ্গ উঠে আসে, সেখানে উদ্বিগ্ন না-হয়ে উপায় কী!! একবার ভাবুন অভিভাবকদের মানসিক অবস্থা। আপনারা পদ পাবেন, অর্থ পাবেন, উচ্চপদস্থদের সোহাগ পাবেন… কিন্তু ঢালাওভাবে সবার মুখে চুনকালি লাগালেন কেনো???
লেখকঃ শফিকুল ইসলাম কবি, সাহিত্যিক , শিক্ষক