স্বদেশ ডেস্ক:
হংকংয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ৫০ জন বাংলাদেশি শিক্ষার্থী এবং বিভিন্ন ডিগ্রিধারী তরুণ-তরুণীদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, হংকং।
রোববার (২৮ আগস্ট) ‘ব্র্যান্ডিং বাংলাদেশ: শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় কনসাল জেনারেল ইসরাত আরা বাংলাদেশের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক উন্নয়নের চিত্র তুলে ধরেন। এ সময় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য তিনি শিক্ষার্থীদেরকে আহবান জানান।
সভায় বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন গঠনের পাশাপাশি কনস্যুলেটের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ স্থাপনের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশের বিশেষ দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে অনুষ্ঠান আয়োজন করার উদ্যোগ গ্রহণ করবে বলে জানায়।
অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কনসাল জেনারেল সবাইকে ধন্যবাদ এবং শুভ কামনা জানান।