স্বামীকে লিবিয়ায় নিয়ে বিক্রি বা হত্যা করার অভিযোগ এনে ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন বরিশালের এক নারী। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বরিশাল মানবপাচার ট্রাইব্যুনালে এ মামলা করেন জেলার বানারীপাড়ার রূপা খানম।
অভিযুক্তরা হলেন, বাগেরহাটের মোরেলগঞ্জের কাটাবুনিয়া এলাকার লিবিয়া প্রবাসী এমডি আকরাম ফকির, তার স্ত্রী ফাতেমা ওরফে ডলি, আকরামের বাবা রশিদ ফকির, শ্বশুর মারুফ মাঝি, রুবি খানম এবং সাদ্দাম হোসেন।
ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুর হোসেন পুলিশকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন।ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী তুহিন মোল্লা এজাহারের বরাত দিয়ে বলেন, বাদীর স্বামী আবুল খন্দকার বানারীপাড়া বাজারের টেইলারিং কাজ করতেন। পরিবারের অভাব-অনটনের সুযোগ নিয়ে বিদেশে ভালো বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে ৪ লাখ টাকা নেন অভিযুক্তরা। গত বছর ১৯ মার্চ লিবিয়ায় নিয়ে আকরাম তাকে অজ্ঞাত স্থানে আটকে রাখেন। পরে তাকে বিক্রি করে দেওয়া হয়। সেখানে আবুলকে দিয়ে দাস হিসেবে কাজ করানো হয় বলে মোবাইল ফোনে তার স্ত্রীকে জানিয়েছেন।
ভুক্তভোগীর দাবি, গত ১৭ জানুয়ারি অভিযুক্তরা জানিয়েছে, লিবিয়ায় আবুল খন্দকার মারা গেছেন। লাশ আনতে ৫ লাখ টাকা দিতে হবে। প্রতারণার মাধ্যমে আবুল খন্দকারকে লিবিয়া নিয়ে দাস হিসেবে কাজ করানো হচ্ছে কিংবা তাকে হত্যা করেছেন অভিযুক্তরা।