বাংলাদেশের সঙ্গে মিল রেখে সৌদি আরবে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। আজ বৃহস্পতিবার বাংলাদেশের সঙ্গে একযোগে সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে এ পরিক্ষা।
ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এবং ন্যাশনাল কারিক্যুলামে পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ জেদ্দা কেন্দ্রে এ বছর পরিক্ষায় অংশ নিয়েছে ৭২ জন শিক্ষার্থী। এদের মধ্যে ৪২ জন ছাত্র ও ৩০ জন ছাত্রী। বাংলাদেশের সঙ্গে সময়ের পার্থক্যের কারণে স্থানীয় সময় সকাল ৮টায় পরীক্ষা শুরু হয়।
বোর্ডের নির্দেশনা মোতাবেক প্রশ্নফাঁসসহ অনিয়ম ঠেকাতে পরিক্ষা শুরুর আধাঘন্টা আগে পরিক্ষা হলে প্রবেশ করতে হয় শিক্ষার্থীদের। নিরাপত্তার জন্য কেন্দ্রে ব্যবহার করা হয় মেটাল ডিটেক্টর।