শনিবার, ০৮:২৬ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৪, ১০ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ৫২ বার পঠিত

এসব এলাকার মুসলমানরা সৌদি আরবের সঙ্গে একই দিন রোজা শুরু করেন; একই দিন ঈদুল ফিতর ঈদুল আজহাউদযাপন করেন।

প্রতিবারের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বেশ কিছু জায়গায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

এসব এলাকার মুসলমানরা সৌদি আরবের সঙ্গে একই দিন রোজা শুরু করেন; একই দিন ঈদুল ফিতর ঈদুল আজহাউদযাপন করেন।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করছে বরিশাল বিভাগের ২০ হাজারেরও বেশি পরিবার। বরিশাল সদরছাড়াও বাবুগঞ্জ মেহেন্দীগঞ্জ উপজেলার হাজার পরিবার এবং বরগুনা, পটুয়াখালী ভোলার ১০১৫ হাজার পরিবার ঈদুলআজহা উদাযপন করছে বলে জানান মুসল্লিরা।

এসব এলাকায় আজ বুধবার সকল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এরপর নিয়ম মেনে শুরু হয় পশুকোরবানি।

বরিশাল নগরের ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিণাফুলিয়া চৌধুরী বাড়ি শাহ্মমতাজিয়া জামে মসজিদের ঈমাম মাওলানা আবুজাফর বলেন, ‘আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে কোরবানি করিবিষয়টা এমন নয়। মূলত আরবি তারিখ মেনে চলারজায়গা থেকে এটা করা হয়। সে হিসেবে আজ ঈদুল আজহার নামাজ সমাপ্ত করেছি। এরপর পশু কোরবানি করেছি।

বরিশাল নগরের ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠী হাজীবাড়ি শাহ সুফি জাহাগীরিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতিআমির হোসেন জানান, ২৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাগরদী, তাজকাঠীসহ আশপাশের প্রায় ৫০০ পরিবার আজ ঈদ পালনকরছে। ঈদের জামাত শেষে তারা মহান সৃষ্টিকর্তার নামে পশু কোরবানিসহ অন্যান্য আনুষ্ঠানিকতা পালন করছেন। এভাবেবিভাগের অন্তত ২০ হাজার পরিবারের লাখ মানুষ আজ ঈদ উদযাপন করছেন বলেও জানান তিনি।

এছাড়া দেশের বিভিন্ন জেলা উপজেলার লোকজন ঈদ উদযাপন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com