কক্সবাজার সমুদ্র সৈকতে বর্জ্য পরিষ্কার করল পর্যটন বিষয়ক কোম্পানি ‘ট্যুরেট ট্রিপস লিমিটেড’। গত ৯ মার্চ সকাল ৭টা থেকে শুরু হয় এ কার্যক্রম। দুশর বেশি কর্মী নিয়ে লাবনী বীচ থেকে কলাতলী বীচ পর্যন্ত পুরো সৈকত বর্জ্যমুক্ত করা হয়। এ সময় মাইকে সৈকতের পরিবেশ সুরক্ষায় পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রচার করা হয়। যা পর্যটকদের মধ্যে বিপুল আলোড়ন সৃষ্টি করে।
‘সমুদ্র বাঁচলে দেশ বাঁচবে, আসুন সৈকত পরিষ্কার রাখি’ প্রতিপাদ্য সামনে রেখে প্রতিষ্ঠানটি এই কর্মসূচি পালন করে। ‘কম্পোজার রিয়েল এস্টেটস লিমিটেড’-এর অপারেশন ডিরেক্টর রিঙকু অনিমিখ এ সম্পর্কে বলেন, ‘পর্যটন শিল্প আমাদের দেশের জন্য বিপুল সম্ভাবনাময়ী ক্ষেত্র। যা দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখতে পারে। কিন্তু আমাদের পর্যটন কেন্দ্রগুলো অবহেলায় অসচেতনায় হুমকির মুখে পড়েছে। ফলে বিদেশি পর্যটক বিমুখ হচ্ছে। দেশ হারাচ্ছে বিপুল বৈদেশিক মুদ্রা। এই অবস্থা থেকে ফিরিয়ে আনতে সরকারের পাশাপাশি আমাদের কর্তব্য রয়েছে।’
তিনি আরও বলেন, ‘পর্যটন খাতকে বাঁচাতে জনসাধারণের সচেতনাতার কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যে আমরা জনগণের সচেতনতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। যা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে বাস্তবায়িত হতে থাকবে। আমারা চাই পর্যটন কেন্দ্রগুলো যথাযথভাবে সংরক্ষণ, পরিচর্যা ও পরিকল্পনার মাধ্যমে দেশি পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকের মনোযোগ আকর্ষণ করতে।’
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা, চিত্রনাট্যকার ও নির্মাতা কচি খন্দকার, আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মসহযোগীসহ স্থানীয় বিশিষ্টজনরা।