সুইস রাষ্ট্রদূত তিন ইরানি বিক্ষোভকারীকে ফাঁসি দেয়ার বিরুদ্ধে টুইট করেছিলেন। তারই প্রেক্ষিতে তলব করা হয়েছে তাকে।
শুক্রবার সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত একটি টুইট করেছিলেন। তাতে বলা হয়েছিল, সম্প্রতি তিন বিক্ষোভকারীকে যেভাবে প্রাণদণ্ড দিয়েছে ইরান, তা মেনে নেয়া যায় না। প্রাণদণ্ড বন্ধ হওয়া উচিত। আর এতেই চটেছে ইরান।
তাদের বক্তব্য, বিচারপ্রক্রিয়া এবং শাস্তি ইরানের অভ্যন্তরীণ বিষয়। এনিয়ে সুইস রাষ্ট্রদূতের মন্তব্য করার কোনো অধিকার নেই।
সুইস রাষ্ট্রদূতকে ডেকে ঠিক এই কথাটিই স্পষ্ট করে জানিয়েছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সুইস রাষ্ট্রদূতকে তলব করেছিল। রোববার রাষ্ট্রদূত দেখা করতে গেছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, শুধু টুইটের বয়ান নয়, ইরানের যে পতাকা ব্যবহার করা হয়েছে ওই টুইটে, সেটিও ভুল। পুরনো সময়ের পতাকার ছবি ব্যবহার করেছে সুইস দূতাবাস।
সূত্র : ডয়চে ভেলে