খ্যাতিমান অর্থনীতিবিদ ড. রেহমান সোবহান বলেন, “বাংলাদেশে এক শ্রেণির মানুষের আবির্ভাব ঘটেছে। তারা শুধু রাষ্ট্রকে জিম্মিই করেনি, একই সঙ্গে নিজেরাই রাষ্ট্র হয়ে উঠেছেন।”
রেহমান সোবহান আরও বলেন, এর বিরুদ্ধে এখন কিছু করা খুব কঠিন হয়ে পড়েছে। কারণ, এই শ্রেণি এখন আমলাতন্ত্রের সঙ্গে হাত মিলিয়েছে।
একে শুধু কিছু পুঁজিবাদীই জিম্মি করেননি। একই সঙ্গে বিশেষ শ্রেণির একটি অংশও জিম্মি করেছেন।
তিনি বলেন, বর্তমানে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ঋণ দেয়া প্রধান মাপকাঠিতে পরিণত হয়েছে। যদি আপনি রাজনৈতিক পৃষ্ঠপোষক শ্রেণিকে ঋণ দেন, তাহলে ওই পৃষ্ঠপোষক পরে একটি রাজনৈতিক উৎসে বা সম্পদে পরিণত হয়। তখন রাজনৈতিক ওই উৎস ব্যবহার করে নিশ্চিত হওয়া যায় যে, আপনার ঋণ কার্যকরভাবে সংগ্রহ করা হবে না। যখন এমনটা ঘটে তখন ওই শ্রেণিটি আরও ক্ষমতায়িত হয়ে ওঠে। এভাবে তারা রাজনৈতিক সক্ষমতা এবং রাজনৈতিক শক্তি অর্জন করে, যা রাজনৈতিক ক্ষমতার চর্চা করে। এখানে আত্মীয়করণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছে। কারণ, সব পুঁজিবাদী শ্রেণিকে আধিপত্যবাদী সৃষ্টি করা হলে তাদের মধ্যে কিছু মানুষ অন্যদের থেকে আরও অধিক আধিপত্যবাদী হয়ে ওঠেন। এটাই সমস্যার প্রকৃতি।
“পলিটিক্যাল ইকোনমি অব ব্যাংকিং সেক্টর অব বাংলাদেশ’’ শীর্ষক এক সেমিনারে সোমবার তিনি এ কথা বলেন।